মর্জিনাদের বাড়ির চারদিকে বেড়া দেওয়া হবে
জমিটা তাদেরই বর্গাকার
কিন্তু কয়েকটা চকচকে লম্ব
ফালাফালা করলো দড়ি আর বাঁশের কাঠি
আর আগুন আর ধোঁয়া নিয়ে
কিছু বৃত্ত ছড়িয়ে পড়লে
মর্জিনা ধরে নেয় এরপরের অংক আর কারা বুঝে নেবে তার
জমির আকৃতি ....
২.
গরমিল দেবাশিস মুখোপাধ্যায়
অংক মিলছে না
যোগ করতে করতে বিয়োগ
আর গুণ না
সবাই ভাগে ব্যস্ত
শূন্যের নীচে বসে একটাই ফল শূন্য
অথচ জানি শূন্য কিন্তু শূন্য নয়
পূর্ণতার পূর্ণিমায় কোথাও উজ্জ্বল
আলো পড়াচ্ছে.....
পশ্চিমবঙ্গ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন