২৬.৫.১৬

কলঙ্ককথা

      আসতে হবে কাছে
বা. বাসতে হবে ভাল
যদি. নাই বা মানি এসব ?
যদি. হাঁসের ডানার বাঁকে
ছেঁড়া. পালক ওড়ার ফাঁকে

আমি হারাই শৈশবে. ?

তবে.   চিকন চুলের রাশে
কিছু.   শিউলী কিছু কাশে
            তুমি কলঙ্ক তো খোঁজ?
           আমি কলঙ্কিনী রাই
রাখি    বাঁশের চিতায় তাই

আমি কলঙ্কেরই শব

পশ্চিমবঙ্গ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন