২৬.৫.১৬

দু'টি কবিতা

এক

শাদা বিছানা , সমাজ সমাজ-
রক্তের দাগ । পূর্ণ তৃপ্তি স্বামীবন্ধুটি ।

আটপৌড়ে যৌবনে সন্তান কিনা যায়
সতীত্ব অর্জন করা যায় হাতছাবি ,
কি মুস্কিল ব্যপার-
যুবতীদের সতিত্বের পরীক্ষা
মহিলাদের মা হবার পরীক্ষা
রীতিমত জেঁকে বসেছে শাদা বিছানায় ।

বনের পর বন , অন্ধকারের পর অন্ধকার
আলোর পর চোখ ঝাপসা উলঙ্গ শরীর , বাঁচা স্বার্থক ।

ভৃগু দাদুকে বলতে দেখেছি,
আরে মশাই ,ছিঃ ছিঃ !চরম নৈরাজ্য । শরীর আর শরীর নেই ।

হায় শাদা বিছানা , কার জন্য এত
ধুলাই , সযত্নের শরীর ।

ভৃগু দাদু হাত তুলে তোমার ঈশ্বরকে বলো , শাদা বিছানা হতে চাই পরজন্মে । সতীত্বের নক্সা সূচ-সুতোয় ডাল-পালা এঁকে ।

দুই

বিষ্টি , মেঘকে -
আমি বিশ্বাস.করি না ;
আমাকে দাঁড়িয়ে রেখে ভিজিয়ে-
দেওয়া তার রোজকার ব্যস্ততা ঃ

মাটি মরে গেছে কাঁদার নরমে
মানুষের ছায়া , মেঘের মৃগনাভীতে একসা ;

কতটুকু দিয়ে যাব , জানিনা ,
হিসেব করে পাবার সম্ভবনা কম ,
অন্তর্জলী প্রতীক্ষা স্বেচ্চাচারী চণ্ডাল-
ঘাড়ের কাছে দাঁড়িয়ে ঃ

বিশ্বাস নিয়ে , আত্মবিশ্বাস-
ফিরানো যায় না , বুঝতে পারি ;

গোপন মমিতে বুক পেতে জন্মান্তর খুঁজি
ছায়ার গোলায় আলোর ভঙ্গুর
আসে মন্দ , যায় ভাল ; নৈঋত বাড়িতে-
মানুষের আত্মবিশ্বাস , শেষ দুপুর ,
বাস্তুসাপ খোলস ফেলে যা়য়
মৃত্যুবাচক শব্দের পিঠে. ঃ

পশ্চিমবঙ্গ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন