২০.৫.১৬

এখন আর আমি


এখন আর আমি তোর
বিরহের আগুনে মনটা পোড়াই না, এখন আমি সিগারেটের আগুনে পোড়াই নিকোটিন ।
আমার ভুল ভেঙ্গেছে
চুকে গেছে সেই তোর-আমার ক্ষণিকের ভালোবাসার ঋণ ।

এখন আর আমার মনে
তোর জন্য কোনো কষ্ট নাই। বরং তোর দেওয়া কষ্টগুলো আমাকে মনে করিয়ে দেয়,
তোর পিছনে নষ্ট করেছি
আমার জীবনের অষ্টপ্রহর।

এখন আর তোর দেওয়া, যন্ত্রণার নীল আগুনটা, অশ্রুজলে নেভানোর চেষ্টা করিনা। প্রয়োজনে সে আগুনে, সিগারেট জ্বালাই, আগুন তাপাই, আর তেষ্টা পেলে অশ্রুজল পান করি, তোর জন্য তা আর নষ্ট করিনা।

এখন আর আমি তোকে নিয়ে, রঙ্গীন স্বপ্ন দেখিনা, রং-তুলিতে ছবি আঁকি না.....
বরং তোর ছলনার আগুনে পোড়া আমার কয়লা-কালো জীবনটাতে রামধনুর সাতরং ঢেলে
ধবধবে সাদা করে নিয়েছি.....

এখন আর আমি ঘন্টার পর ঘন্টা, বসে বসে তোর কথা ভাবি না.... এখন আমি খুব ব্যাস্ত থাকি, তোর জন্য সময় নষ্ট করার মতো সময় এখন আর আমার নেই......

এখন আর আমি তোকে ভালবাসিনা..... সত্যি বলছি,
তোকে আমি আর বিন্দুমাত্রও ভালবাসিনা....... অথচ আমার বেহায়া মনটা এখনও তোকে ততোটাই ভালবাসে, আগে যতোটা বাসতো.......!!!

বাংলাদেশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন