২৬.৫.১৬

এই বেশ আছি

নিঃস্বতার সংজ্ঞায় পুরোটাই নিজের নাম লিখি ,
আড়ম্বরের চাকচিক্যে ছেঁড়া জীবনঢাকা পড়ে যায় নিত্যতোমার সুখের বাড়-বাড়ন্তে নিয়ম করে চোখ বুজে থাকি,ভয় পাই যদি ভালবেসে ছুঁয়ে দিই ,
যদি তোমার অভ্যাসে আরেকবারনিজেকে মিলিয়ে দিই,
পারবো না আরস্বপ্নের অলীক খেলায়নিঃস্বতার সাথে বিশ্বাসঘাতকতা করতে।

তারপর !

অভিসারের পর অনেকক্ষন সারা শরীরে শুধু তোমার গন্ধ লেগে থাকে,
বলতে পার,মুহুর্তেরা চলে গিয়েও ফিরে আসে।
কিছু আগন্তুক নির্দ্বিধায় গৃহস্থের উপকার করে আতিথেয়তা অস্বীকার করেচলে যাওয়ার পর মেঝেতে যে মন লুটি‌য়ে পড়ে,
তার আঁচলে বেঁধে রাখা কুড়িয়ে আনা ফল,
মনের কাছে অনেকটা -বয়স্ক ক্ষেতে ক্ষনজন্মা ফসল ।

পশ্চিমবঙ্গ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন