২৬.৫.১৬

চিরসবুজ ( অনুগল্প )

পাখি ও সবুজ ২ বছর প্রেম করার পর বিয়ে করল।আজ ওদের ৭ম বিবাহ বার্ষিকী।দুজনেরই পরিবার,বন্ধুরা নিমন্ত্রিত এখানে।দুজনকে দেখে মনে হয় সময় কোনওভাবেই ওদের প্রেমে নিজের স্বাক্ষর রাখতে পারেনি।ওরা এখনও এতটাই নতুন।সত্যি খুব হিংসে হয়, দুবছরের সংসারেই হাঁপিয়ে উঠেছি আমি।আর ওরা দুজন এখনও" চির সবুজ "।পাখি আমার ছোটবেলার বান্ধবী।কৌতুহল বশতঃ তাই এই চির সবুজ প্রেমের রহস্যটি ওকেই জিজ্ঞেস করে ফেললাম।প্রথমে ও একটু এড়িয়ে যাচ্ছিল ,পরে অতিথিরা চলে যাওয়ার পর আমাকে ডাকল আর, একজন মহিলার ছবি দেখাল আমাকে।মহিলাটি পাখির থেকে মোটেও সুন্দর নয়।জিজ্ঞাসা করতে পাখি বলল, "ওই মহিলার সাথে আমার স্বামীর একটি অবৈধ সম্পর্ক আছে আজ ৪ বছর যাবৎ ।আমি জেনেও ওকে ছাড়তে পারিনি ,কারণ বাড়ীর অমতে বিয়ে করেছিলাম ,তাই বাড়ির লোককে কোনমুখে বলব এ কথা।তাই ঠিক করেছি মুখোশ পরে এই চির সবুজ প্রেমের খেলাটাই নিয়ম করে খেলে যাব।এ বয়সে বুড়ো বাবা-মাকে কষ্ট আর নাইবা দিলাম।"

পশ্চিমবঙ্গ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন