জীবনকে অর্থহীন ভাবলে নিজেকে
শীতের চাদরে মোড়ানো মনে হয় মেপেল
পাতার মত বরফের নিচে ঢাকা পড়া...
ভালোবাসার পশমি উলেরর চাদর গায়ে
না জড়ালে ওম সন্ধানি অতিথি পাখির
মত নিজেকে অসাড় মনে হয়...
ল্যাম্পপোষ্টের নিচে নিজেকে আলোকিত
মনে হয় তবুও পেছনে জুড়ে থাকে বিস্তৃত
আধার....
ততটুকু ভালোবাসার উত্তাপ গায়ে মেখে
নিলে কড়াল দুপুরে বুকের ভাজে
নোনা সাগর...
চারিদিকে এত জল তবুও বিমূর্ত রসায়নে
অন্ধ গলির বাকে কিছুটা আলো ঝলমল..
মুখরিত উৎসবের ফাকে বা পরে
ক্লান্তিকর জীবন ততটাই অনুজ্জল...
-বাংলাদেশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন