২২.৫.১৬

নারীর আত্মকথন

পৌরানিক যুগে মানুষের জীবনের এক বিশাল অধ্যায় রচনা করেছে নারী জাতি | স্বতন্ত্র কখনও চঞ্চল আবার কখনও ঘেরাটোপের অর্বাচিন বাসিন্দা |  পর্দা প্রথা সাম্প্রদায়িকতা ভাগাভাগি করে দেয়, কালো কাপড়ে মুড়ে কিংবা শাড়ির আঁচল ঢেলে সাজায় মুখের গড়ন | রাতের অন্ধকারে বিবস্ত্র যতই হোক তবু কর্ম নিপুণতা রণক্ষেত্রে প্রবেশাধীকার হীনা নারী | সংসার কয়েক শতাব্দী যাবৎ ক্রমান্বয়ে কুর্ণিশ করে চলেছে, কখনও বাজারে বিকিকিনি অধ্যায় কিংবা আড়ালে লাস্যময়ী , মহীয়সী | প্রকান্ড পৃথিবীকে যদি চারাগাছ বাতাস দেয়,  হেলে দুলে নির্যাস টুকু দিয়ে,  আকাশের মেঘ কিন্তু জানতে পারেনা,  বুঝতেও পারেনা তাঁদের পরিধি, নারী শব্দ শত অলঙ্কারেও যেন মেঘে ঢাকা তারা | যৌবন -বার্ধক্য - প্রজনন ক্রিয়া বিভিন্ন ক্ষেত্রে কর্মচঞ্চল নারী  | 

আধুনিক যুগ, পাল্লা দিয়েছে সর্বস্তরে, পুরুষ শাসিত সমাজ যতই থাকুক সময়ের ধারালো অস্ত্রে আধুনিকা | আজ ওরা লজ্জা পায়না কোন কিছুতে, সংসারের বেহিসেবি হাল ধরে চলেছে ক্রমাগত রাত জেগে, দিনের প্রান্তভাগ গুলি আজও চেয়ে চেয়ে দ্যাখে অবাক হয় ভেবে ভেবে, যখন সারিবদ্ধ ভাবে পেটের তাগিতে পন্য সেজে দাঁড়িয়ে থাকে রাস্তায় কিংবা নিশিদ্ধ পল্লীর চিলেকোঠায় |

 একমাত্র সম্বল বৃদ্ধ বাবা মায়ের , এগিয়ে চলেছে পথে পথে, রাষ্ট্রীয় কাঠামো উন্নত করেছে অধিকারে, তবু তারা ভুলে যায়নি প্রজনন, জঠরে আজও বাস করে হাজার ভ্রুণ, সময় কালের পরিপূর্ণতায় ঝরে পরে, জন্ম হয় আরেকটি বংশের, এই সেই নারী | 

পর্দা তবু আজও লেগে আছে সমাজের চোখে, আজও পণ প্রথায় বলি হয়, অশিক্ষিত সমাজের ভ্রুণ হত্যা এখনও নৈমিত্যিক পদাবলী, পুরুষতন্ত্রে কালো ছায়া আজও টেনে হিঁচড়ে রক্তাক্ত করে, ধর্ষনের কোপে আজও জর্জরিত মনুষত্ব্য | আইন প্রশাসন যতই কঠোর শাস্তি মঞ্জুর করুক, হাজার লাখো লাখো শকুনের দল ভিড় বাসে আজও অন্তর্বাস খুঁজে বেড়ায়, স্বাধীনতার অসাবধানী রূপ আজও খুবলে দিয়ে যায় মাঝপথে | 

সবুজের তরুচ্ছায়া, আকর্ষণ অনুভব করে বর্ষণ সন্ধ্যায়, অথবা রাত্রির পংক্তি গুলি যৌবন ফিরে পেতে চায়, অমোঘ আত্মতুষ্টি যেমন প্রজ্জ্বলিত দ্বারে দ্বারে, প্রেমের পরিচায়ক আজও তুমি নারী পুরুষের অন্তরে | চারপাশ খোলার সাহস রয়েছে বুকে, নানান প্রতিক্ষায় বাজীমাত সবদিকে, তবু তুমি নারী প্রতিনিয়ত লড়েছো সমপরিমানে যুগের তালে তালে, আগামী প্রকান্ড সূর্য তোমার ঘ্রাণ বুকে নিয়ে জেগে দেখুক বিশ্ব, জননী তুমি সৃষ্টির বাসভূমি,  তোমার পরিচয় নয় ঘরে ঘরে, জানান দাও হে মহাকাশ ব্যাপী তোমার চমকপ্রদ লেলিহান রূপ,  ধুয়ে মুছে যাবে ঠিক যতটকু অবমাননা অবশিষ্ট আছে!

************************************

পশ্চিমবঙ্গ
9088498280

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন