২৬.৫.১৬

অতীত হারা

সূর্যি ডোবার পালা এখন
আঁধার হয়ে এলো,
তোর মনের ঈশান কোনে
মেঘ জমেছে কালো।

অপেক্ষাতে আছি কখন
উঠবে রে সেই ঝড়,
ভাঙবে রে মোর যত্নে গড়া
সাজানো অন্তর্।

প্রবল বায়ে উড়বে আমার
স্বপ্নগুলো যত,
রং-বে রংয়ের সুতোয় গাঁথা
নক্সী কাঁথার মত।

হৃদয় তখন হারাবে তার
যা কিছু সঞ্চয়,
মুছবে আমার সকল স্মৃতি
ঘুচবে পরিচয়।

ঝড়ের পরে ঝড়বে যখন
অঝোড় প্রেমের ধারা,
রিক্ত হিয়া ভিজবে তখন
হয়ে অতীত হারা।

কোলকাতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন