আমারতো জন্ম হয়েছিল শিশু হয়ে
ঘাস, মাটি, পাথর, আকাশকে নিয়ে খেলবো বলে ।
তোমরা তুলে দিলে আমার হাতে
জটিল স্মার্টফোন ।...
ফলে হয়ে উঠলাম আমি -
জটিল, স্মার্ট...
অনেকে তো ইদানিং
যন্ত্রও বলছে ।
অথচ কথা তো ছিল
ঘাসের মত সবুজ হওয়ার,
মাটির মত খাঁটি,
পাথরের মত সমর্থ,
আকাশের মত বিশাল আর
এদের সবারই মত সরল হওয়ার ।
ত্রিপুরা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন